সরকারি চালসহ ইউপি সদস্য আটক


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১২ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারি চালসহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের আস্তমা গ্রাম থেকে ১৭ বস্তা চালসহ তাকে আটক করে উপজেলা প্রশাসন।

তিনি জয়কলস ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও আস্তমা গ্রামের বাসিন্দা।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির অভিযান চালিয়ে ইউপির সদস্যকে ১৭ বস্তা চালসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

রাজু আহমেদ রমজান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।