বৈশাখী চাঁদা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষককে রক্তাক্ত


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখের অনুষ্ঠানে চাঁদা দিতে অস্বীকার করায় নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানকে কিল-ঘুষি মেরে রক্ষাক্ত করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষকের মুখে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। বুধবার শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রধান শিক্ষক কামরুজ্জামানকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক কোটাকোল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন তিনি।

প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামান জানান, বুধবার শিক্ষক মিলনায়তনে এসে পহেলা বৈশাখের অনুষ্ঠানের নামে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি করলে তাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করা হয়।

এদিকে অভিযুক্ত আব্দুর রাজ্জাক মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বুধবার সকালে প্রধান শিক্ষকের কাছে ৩০০ টাকা দাবি করলে এই টাকা দিতে অস্বীকৃতি করেন প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর আমি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে টাকা দিতে অনুরোধ করি।

হাফিজুল নিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।