মাথাভাঙ্গা নদীতে নবজাতকের মরদেহ


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর পাইঘাটের মাথাভাঙ্গা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শ্যামপুর পাইপঘাট এলাকায় মাথাভাঙ্গা নদীতে এলাকাবাসী নবজাতকের মরদেহ ভাসতে দেখে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতককে মুখের ভিতর কাপড় দিয়ে হত্যা করে ব্যাগে মরদেহটি মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয় কে বা কাহারা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছে-অবৈধ গর্ভধারণের কারণে এ ঘটনা ঘটতে পারে। হত্যাকারীকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সালাউদ্দিন কাজল/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।