৪ দিনে হাসপাতালে ভর্তি অর্ধ শতাধিক


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

গ্রীষ্মের তীব্র দাবদাহে বাগেরহাটে হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধ শতাধিক রোগী।  

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মঈন উদ্দিন মোল্লা জাগো নিউজকে জানান, হাসপাতালের রেকর্ড অনুযায়ী ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৬ জন। এর মধ্যে পুরুষ ২৪, মহিলা ১৭ ও শিশু রয়েছে ১৫ জন।

বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, চার শয্যার ওয়ার্ডে গত চার দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুসহ অন্তত অর্ধ শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মধ্য বয়সী পুরুষ ও নারীর সংখ্যাই বেশি। ভর্তি হওয়া রোগীদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। হাসপাতালের ওয়ার্ডে শয্যা সংখ্যা একেবারেই অপ্রতুল হওয়ায় বেশ কিছু রোগীকে মেঝেতে বিছানা দিয়ে চিকিৎসা নিতে দেখা যায়।

ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন জাগো নিউজকে জানান, এই ওয়ার্ডে শয্যা সংখ্যা তুলনামূলক অনেক কম। তাছাড়া পর্যাপ্ত ওষুধ হাসপাতালে নেই বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাঈন উদ্দিন মোল্লা আরো জানান, প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র চারটি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে হাসপাতালের মেঝেতে ও বাইরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।