সুনামগঞ্জে ১০ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৪ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে অর্থদণ্ড আদায় করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুল হাসান এ দণ্ডাদেশ দেন।

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ বিধিমালা ৮(৮) এর ৩১ ধারা লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর অপরাধে তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সীমানা জটিল সংক্রান্ত বিষয়ে ওই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আগামী ১৬ এপ্রিল তা অনুষ্ঠিত হবে।

রাজু আহমেদ রমজান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।