গুইমারা রিজিয়নে জমেছে বৈশাখী উৎসব


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে পাহাড়ের মানুষকে এক সুতোয় বেঁধেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন।

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এমন গানে স্বর্ণালী সুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪-কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পুরনো জীর্ণতা, বিভেদ-বৈরিতা ও গ্লানি ভুলে সত্য সুন্দরকে আহ্বান জানিয়েছে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী।

শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে বেলুন আর শান্তির পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি, পিএসসি-জি।

Gumara

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি, মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি জি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল আব্দুল ওহাব, রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল এম. জাহিদ রশিদ, যমিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হক প্রমুখ।

এছাড়া সামরিক পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, রিজিয়নের আওতাধীন নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী-বিজিবির ১২টি স্টল নিয়ে শুরু হওয়া পুরোপুরি বাঙালিয়ানা নির্ভর তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন শেষে অন্যদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি, পিএসসি-জি।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তিন দিনব্যাপী এই উৎসব রিজিয়িন এলাকার শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জোড়ালো অবদান রাখবে। পাশাপাশি মানুষে মানুষে ভাতৃত্ববোধকে জাগ্রত করবে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।