পদ্মা সেতুর ৪২ শতাংশ কাজ শেষ : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৬ এপ্রিল ২০১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।  প্রতিশ্রুতি অনুযায়ী সেতুর নির্মাণকাজ যথা সময়ে শেষ হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৪২ শতাংশ। জুনের মধ্যেই পিলারের উপর সব স্প্যান বসানোর কাজ শুরু হবে এবং ১৫ দিন পর পর নতুন স্প্যান বসানোর কাজ চলবে।

রোববার দুপুরে মুন্সিঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পুনর্বাসন সাইটসমূহের চারটি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি এবং ট্রানজিশন পিয়ার ১০টি। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। এর মধ্যে ৭টি স্প্যান (সুপার স্ট্রাকচার) কাজ শেষ হয়েছে।

৭টি স্প্যান স্থাপনের জন্য মাওয়া প্রান্ত প্রস্তুত। ১২টি স্পেন তৈরির কাজ শেষ হয়েছে, যেগুলো শিগগিরই চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাকিল আহম্মেদ প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।