একরাম হত্যা মামলার আসামি জাহিদ অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৬ এপ্রিল ২০১৭

বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরাম হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী ওরফে জেহাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ফেনী শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ফেনীর আদালতে রোববার একরাম হত্যা মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একরাম হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জাহিদকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, জাহিদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি জামিনে ছিলেন। রোববার দুপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে একটি দেশীয় এলজি, একটি বিদেশি রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ জাহিদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জহিরুল হক মিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।