জয় পরাজয়ের হিসাব-নিকাশের দরকার নেই : হানিফ
আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য বাইরের শক্তির সমর্থনের জন্য পাকাপোক্ত ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, বিএনপি ধরেই নিয়েছে আওয়ামী লীগ নির্বাচন পরবর্তী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে। যেহেতু তারা এটা ধরেই নিয়েছে, সেহেতু নির্বাচনের জয় পরাজয়ে নতুন করে হিসাব-নিকাশের দরকার নেই।
রোববার সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে হানিফ বলেন, মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না। ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটার নাম কী গণতন্ত্র ছিল।
তিনি বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও ৯০ দিন পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। এটার নাম গণতন্ত্র হতে পারে না। এর আগে তিনি ১ কোটি টাকা ব্যয়ে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করেন।
এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এএম/জেআইএম