খাগড়াছড়িতে বিজিবির আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

খাগড়াছড়িতে শুরু হয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা। সোমবার সকালে  জেলা জিমনেসিয়াম মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মতিউর রহমান।

৩২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান, ৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টরের তত্ত্বাবধানে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ২০টি ব্যাটালিয়নের ৪১৬ প্রতিযোগী অংশগ্রহণ করে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।