হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

বাগেরহাটের শরণখোলায় ১২ কেজি হরিণের মাংসসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশ শরনখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই মাংস উদ্ধার করে। এসময়ে শরনখোলা উপজেলার  উত্তর রাজাপুর গ্রামের মো. ইউনুস হাওলাদার (৪৫) ও তার ছেলে নজরুল হাওলাদারকে (২৫) আটক করা হয়।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জাগো নিউজকে জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে বাড়িতে এনে ভাগবাটোয়ারা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ধানসাগর ফাঁড়ি পুলিশ ও বনরক্ষীরা ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বসত ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি হরিণের মাংসসহ গৃহকর্তা ইউনুস হাওলাদার ও তার ছেলে নজরুলকে আটক করা হয়।

আটকরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের পর চামড়া ছিলিয়ে গ্রামে নিয়ে আসার কথা পুলিশের কাছে শিকার করেছেন।

উদ্ধারকৃত মাংস ধানসাগর ফরেস্ট স্টেশন এলাকায় বনের মধ্যে মাটি চাপা দেয়া হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।