গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নজু মেম্বার ও সাবেক মান্দার মেম্বারের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে।

সোমবার সকাল ১১টার দিকে গঙ্গারামপুর এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আউয়াল মাতব্বর (৩৫) নামে একজনকে নিকটবর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জলিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই জামাল জানিয়েছেন, পূর্ব-শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।