জামালপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে ভাঙচুর


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

জামালপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা ছাত্রলীগ রোববার রাতে খাবিরুল ইসলাম বাবুকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরদিন সোমবার সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শহরের বিভিন্ন স্থানে ৮/১০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, একই দিন আল-আমীন শিবলুকে সভাপতি ও মামুনুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক করে সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলে বিক্ষুব্ধ হয়ে উঠে পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বাসস্ট্যান্ড ও পপুলার মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে দিনব্যাপী সড়ক অবরোধ করে। একই সঙ্গে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা ও যমুনা সেতু পূর্বগামী ধলেশ্বরী ট্রেনে হামলা ও ভাঙচুর চালায়।

এসময় ট্রেনের চালক কৃষ্ণকুমার রায় আহত হয়। তাকে সরিষাবাড়ি উপজেলা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রাইভার আহত থাকায় সোমবার রাত ৮টা পর্যন্ত ধলেশ্বরী ট্রেনটি সরিষাবাড়ি স্টেশনে আটকা ছিল।

সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা বলেন, নেতাকর্মীদের না জানিয়ে কমিটি গঠন করায় অনেক যোগ্যরা পদবঞ্চিত হয়েছে। ঘোষিত কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।