কলেজছাত্রী জবেদার হত্যাকারীদের গ্রেফতারের দাবি


প্রকাশিত: ১১:২২ এএম, ১৮ এপ্রিল ২০১৭

মানিকগঞ্জে খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের শিক্ষার্থী জবেদা আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় জবেদা আক্তারের সহপাঠীরা খুনির বিচার দাবি করেন।

একাদশ শ্রেণির ছাত্রী জবেদা আক্তার গত ৮ এপ্রিল ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের বারপাইখা গ্রামে বাড়ির পাশে নৃশংসভাবে খুন হন। তার গলায় ওড়না পেঁচানো এবং দুই চোখ উপড়ানো ছিল।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, প্রভাষক শাহিনুর ইসলাম, নিহত ছাত্রীর বাবা জয়নাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা জবেদার হত্যাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জবেদা হত্যার ঘটনায় তার বাবা জয়নাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় মামলা করেছেন। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে।

বি.এম খোরশেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।