আলমডাঙ্গায় মাছ চাষিকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৯ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামে জিয়াউর রহমান (৩৫) নামে এক মাছ চাষিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।

নিহত জিয়া কায়েতপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কায়েতপাড়া মৎসজীবী সমিতির সভাপতি ছিলেন।

বুধবার সকাল ৯টায় আলমডাঙ্গা থানা পুলিশ জিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেলিম নামে এক যুবককে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানায়, গতরাত আড়াইটার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে রামদিয়া-কায়েতপাড়া বাওড় থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন জিয়া। পথিমধ্যে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এসময় অস্ত্রধারিরা জিয়ার মাথায় একাধিক গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যু নিশ্চিত করে হত্যাকারিরা নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শ্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও কায়েতপাড়া নারায়নকান্দি মৎস্যজীবী সমতির সভাপতি জিয়া (৩৫) মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে কায়েতপাড়া বিল পাহারা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় ৭/৮ জনের একদল সন্ত্রাসী তার বাড়ির নিকটেই তাকে গুলি করে হত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে জিয়ার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সালাউদ্দীন কাজল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।