ঢাকা মেডিকেলের অধ্যাপক দাবি করা ভুয়া চিকিৎসকের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৯ এপ্রিল ২০১৭

নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ দাবি কারা খোরশেদ আলম নামের এক ভুয়া ডাক্তারকে মাগুরায় ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্র্যমমাণ আদালত।

ভ্র্যামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার দুপুরে এ কারাদণ্ড দেন।

খোরশেদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, নিউরোলজিসহ লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করে মাগুরার গ্রামীণ মেডিকেল সার্ভিস নামের একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিষয়টি আমলে নিয়ে অষ্টম শ্রেণি পাস খোরশেদ আলমকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় ওই ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরও বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।