পাটগ্রাম সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ৩


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সমশেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিজিবি তিন রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে।

বিজিবির গুলিতে গুরুতর আহতরা হলেন সমশেরপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র জাহেদুল ইসলাম (২৬), আফজাল হোসেনের পুত্র রতন (২৩) ও পানবাড়ি এলাকার ইউসুফ আলীর পুত্র সফিকুল ইসলাম (২৫)।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গবার বিকালে পাটগ্রামের একটি গ্রামে তামাক ক্রয় শেষে তা ভ্যানযোগে ললিতারহাট এলাকার নিজ গোডাউনে ফিরছিলেন ব্যবসায়ী জাহেদুল। এ সময় পাটগ্রাম ললিতারহাট আঞ্চলিক সড়কের সমশেরনগর এলাকায় পৌর বিজিবির একটি টহল দল ওই তামাক ভ্যান আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

পরে ওই এলাকা পরিদর্শনে যান পাটগ্রাম পৌর বিজিবির কোম্পানি কমান্ডার মকবুল হোসেন। এসময় বিজিবির কাছে ওই তামাকগুলো ভারতে যাচ্ছে না বলে দাবি করে গ্রামের সাধারণ মানুষজন। কিন্তু বিজিবির ওই কর্মকর্তা তা মানতে নারাজ বলে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রায় সুরহা করে দেন। কিন্তু হঠাৎ করে বিজিবির এক সদস্য ওই এলাকার ইউপি সদস্য আ. খালেককে মারধর করলে সংঘর্ষ বাধে। এসময় বিজিবি এলাকাবাসীদের উপর গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুচলীবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি সমাধনের পরেও বিজিবি গ্রামবাসীদের উপর গুলি চালায়’।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ‘বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে’।

পাটগ্রাম পৌর বিজিবির কমান্ডার মকবুল হোসেন গুলি চালানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ রাউন্ড গুলি চালানো হয়। বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ককে অবগত করা হয়েছে’।  

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনয়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, বিজিবি আত্মরক্ষার স্বার্থে ১ রাউন্ড গুলি চালায়। তবে এসময় একজন গুলিবদ্ধ হয়েছেন ও দুইজন আহত হয়েছেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।