মা-মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ১
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মা ও মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনার মামলায় রঞ্জু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার তরফ সাদুল্লাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে। এসিড নিক্ষেপে দগ্ধ মা রশিদা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-২৫।
সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ রঞ্জু মিয়া এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তরফ সাদুল্লাপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হন মা রশিদা বেগম ও মেয়ে সুমি বেগম। তারা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত রঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আগামীকাল শনিবার আদালতে তোলা হবে।
এমএএস/পিআর