সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপুর গ্রামের পাশের হাওরে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুবেল রামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জাগো নিউজকে বলেন, গ্রামের সামনের হাওরে মাছ শিকারে গেলে আকস্মিক বজ্রপাতে রুবেলের মৃত্যু হয়।
এদিকে, একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় হোসেন আহমদ (১৭) নামে এক তরুণ আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের এমরান মিয়ার ছেলে। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজু আহমেদ রমজান/এসআর