চুলার ধোঁয়া নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল ভাইয়ের
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টিউবওয়েলের পানি ও রান্না করা চুলার ধোঁয়া নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় জোবেদ আলী ও তার ছেলে আনারুল হক এবং মোনারুল হক মোসলেম উদ্দিনকে মারপিট করে।
এক পর্যায়ে জোবেদ আলীর হাতে থাকা লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। ঘটনার পর জোবেদ আলীর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে।
গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এফএ/এমএস