একটি তরমুজ কিনে আলোচনায় ব্যবসায়ী
একটি মাত্র তরমুজ কিনে আলোচনার পাত্রে পরিণত হয়েছেন বিত্তবান এক ব্যবসায়ী। বাজারের অন্য ক্রেতারা যেখানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ ১৫০ টাকায় তরমুজ কিনছেন, সেখানে ওই ব্যবসায়ী বিশালাকৃতির একটি তরমুজ কিনেছেন ৬০০ টাকায়।
গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাসস্ট্যান্ডে জালাল উদ্দিন নামে এক দোকানদারের কাছ থেকে তরমুজটি কিনেছেন ওই ব্যবসায়ী। আর এ বিষয়টি রোববার পর্যন্ত সবার মুখে মুখে।
তরমুজ বিক্রেতা জালাল উদ্দিন জানিয়েছেন, বড় সাইজের প্রতি পিস তরমুজ এবার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মিলন নামে অপর এক তরমুজ ব্যবসায়ী জানান, চড়া দামেই তরমুজ কিনতে হচ্ছে এবার। মাঝারি সাইজের এক গাড়ি তরমুজের দাম ২৫-২৬ হাজার টাকা। এর মধ্যে সাইজ বাছাই করে ১৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দাম বেশি হওয়ায় ক্রেতার সংখ্যাও কম বলে জানান তিনি।
পুরনো তেঁতুলিয়ার শুকুর আলী জানান, প্রতিদিন যে আয় করি তা দিয়ে পরিবারের জন্য একটি তরমুজ কেনার কথা চিন্তাও করা যাচ্ছে না। ফলে তাদের তরমুজের স্বাদ গ্রহণ করা অপূর্ণ থেকে যাচ্ছে।
এমএএস/আরআইপি