মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০১৭

কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাত ৮টার দিকে পৌনে এক ঘণ্টার ঝড়ে অর্ধ শতাধিক কাঁচা বাড়িঘরের ছাউনি উড়ে গেছে। উপড়ে পড়েছে সড়কের পাশের বড় গাছপালা।

এসময় সড়কের উপর গাছ পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এক ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা গাছ কেটে যান চলাচলের ব্যবস্থা করেন।

এদিকে ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বোরো ধানখেত নুইয়ে পড়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকার বেরো ধান ও পাট খেতে। এতে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে কাল বৈশাখী ঝড়ে সন্ধ্যা থেকে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো জেলা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

আসিফ ইকবাল/এফএ/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।