কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নিহত ২


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৪ এপ্রিল ২০১৭

কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকার বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডারসহ তিনজন আহত হয়েছেন ।

সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসেদুল হকের ছেলে এসএম রশিদ (৫০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল্লাহ (৪০)।

আহতরা হলেন- কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন, শ্রমিক ওমর ফারুক ও শামসুল। আহত তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কেন এবং কিভাবে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটলো এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।