ব্যালট ছিনতাই : মেহেরপুরে দুই কেন্দ্রের ভোট স্থগিত
ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন।
স্থগিত হওয়া কেন্দ্র দুটি হচ্ছে- ৭নং ওয়ার্ডের সরকারি উচ্চ বালক বিদ্যালয় ১ ও ২ নং কেন্দ্র। বাকি ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
মেহেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, গতরাতে কতিপয় ব্যক্তি ব্যালট ছিনতাই করে সিল মারে। সকাল ১০টার দিকে দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারবৃন্দ এমন লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
রাতে ব্যালট ছিনতাই হলে সকাল ১০টায় কেন ভোট স্থগিত হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় লেগেছে।
এর আগে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ভোটগ্রহণ বন্ধ করেন ওই দুটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও একেএম শাহিন কবির। পরে দুপুর পৌনে ১২টার দিকে ব্যালট বাক্স, ব্যালট ও ভোটের সরঞ্জাম গুছিয়ে জেলা নির্বাচন অফিসে নেয়া হয়। কেন্দ্র থেকে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সেখান থেকে প্রত্যাহার করা হয়।
আসিফ ইকবাল/আরএআর/পিআর