জামালপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৫ এপ্রিল ২০১৭

জামালপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকালে রেলওয়ের সহকারী অ্যাস্টেট অফিসার মোহাম্মদ অহিদুন্নবীর নেতৃত্বে জামালপুর শহর এলাকায় অভিযান শুরু হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কাঁচা-পাকা স্থাপনা ভেঙে দেয়া হয়। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জামালপুর রেল সেকশনের জামালপুর-দেওয়ানগঞ্জ ও জামালপুর-তারাকান্দি রুটে প্রভাবশালীরা রেলের জমি দখল করে অবৈধ ইমারত নির্মাণ করায় রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। এ অবস্থায় ট্রেনের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।

শুভ্র মেহেদী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।