কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে খরিপ মৌসুমে উপশী আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪০জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ উপস্থিত ছিলেন।
এসএস/আরআইপি