মেহেরপুরে দুই কেন্দ্রের ভোট স্থগিত, দুই এসআই বরখাস্ত
মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই উপরিদর্শককে প্রত্যাহার করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থগিত হওয়া কেন্দ্র দুটি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১১ ও ১২ কেন্দ্র। বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন, এসআই কার্তিক চন্দ্র পাল ও এসআই ফকরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোট গ্রহণ শুরুর আগে রাতে ওই দুই কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সে ভর্তির অভিযোগে মঙ্গলবার দুপুরে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করেছে জেলা রিটার্নিং অফিসার।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা রাতে ব্যালটে সিল দেয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ কারণে এসআই কার্তিক কুমার পাল ও ফকরুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার পূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় ১ ও ২নং কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বাকি ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
আসিফ ইকবাল/এএম/পিআর