রাজীব গান্ধী ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জঙ্গি তুহিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্চিতা রাণী বিশ্বাস এই রিমান্ড মঞ্জুর করেন। রাজীব গান্ধীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ২০১৬ সালের ৯ জুন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে রাজীব গান্ধীর গ্রামের বাড়িতে জেএমবির সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। ওই বন্দুকযুদ্ধে জঙ্গি তুহিন নিহত হয়। এনিয়ে ওইদিনই রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ওসমান মুনশির ছেলে। গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পুলিশ।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।