সাদুল্লাপুরে মুক্তিযোদ্ধা হতে ৯৬ জনের আবেদন
মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৯৬ জন অনলাইনে আবেদন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আবেদন করেন তারা।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মবিনুল হক জুবেল বলেন, বুধবার সাদুল্লাপুর উপজেলায় ৯৬ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। তাদের আবেদনগুলো জমা নিয়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়।
মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য পরে তদন্ত করা হবে। এরপরই নতুন করে আবেদনকারীরা মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
আবেদনপত্র গ্রহণ ও যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব, সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেছের উদ্দিন ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ।
এমএএস/এমএস