বনদস্যুদের হাতে অপহৃত ৭ জেলে


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে বনদস্যুরা ৭ জেলেকে অপহরণ করেছে। বৃহস্পতিবার সকালে হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন পাঙ্গাসিয়া-আগাখাল এলাকায় থেকে এই ৭ জেলেকে অপহরণ করে বনদস্যু মেজো বাহিনী। এদিকে মুক্তিপণের টাকা দিয়ে জিম্মি জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য অপহৃতদের পরিবারকে হুমকি দিয়েছে তারা। ফিরে আসা কিছু জেলেদের কাছ থেকে ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে।

সুন্দরবন থেকে ফিরে জেলেরা জানান, বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন পাঙ্গাসিয়া-আগাখাল এলাকায় পাটা জাল পেতে মাছ ধরছিলেন তারা। এসময় ওই এলাকায় জেলে বহরে হামলা চালায় বনদস্যু মেজো বাহিনী। সশস্ত্র বনদস্যুরা জেলেদের মারধর করে বেশ কয়েক মণ মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এসময়ে জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বিভিন্ন নৌকা থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা।

জেলেরা আরো জানান, বনদস্যুদের দাবি করা টাকা দিয়ে তিনদিনের মধ্যে অপহৃত জেলেদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য তাদেরকে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, সকালে ৭ জেলেকে মুক্তিপণের দাবিতে বনদস্যুরা অপহরণের খবর নিশ্চিত হয়ে দুপুরে সুন্দরবন বিভাগের হাড়বাড়িয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা ওই এলাকায় অভিযান শুরু করেছে।

অপহৃত জেলেদের বাড়ি মংলার সোনাইলতলা ও ভণ্ডিারিয়া এলাকায়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।