গুইমারায় অস্ত্র ও গুলি উদ্ধার
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় দুইটি এলজি ও একটি রিভালবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার ভোরে গুইমারা উপজেলার হাফছড়ির দুর্গম রেম্রাপাড়া থেকে এসব উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি সেনা সদস্যরা।
জানা গেছে, ইউপিডিএফের স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা আদায়ের জন্য সংগঠিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন কমান্ডার লে. আব্দুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম বৃহস্পতিবার ভোর পাচঁটার দিকে রেম্রাপাড়ায় অভিযান চালায়।
অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন কমান্ডার লে. আব্দুর রহমান বলেন, অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি রেখে পালিয়ে যায়। এসময় একটি পরিত্যক্ত ঘর থেকে দুইটি এলজি ও একটি রিভালবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
ভবিষ্যতেও এ ধরনের সেনা অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে সাধারণ জনগণ।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর