শৈলকুপায় কলেজ সরকারীকরণের দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহের শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে শৈলকুপা থানা পুলিশের এসআই ইকবালসহ তিন পুলিশ ও তিন শিক্ষার্থী আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এদিকে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের ইয়ার ফাইনাল পরীক্ষা বর্জন করে। তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ কা ম মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি সরকারীকরণের দাবি চলে আসছিল। এ সংক্রান্ত ব্যাপারে কলেজ বরাবর প্রয়োজনীয় কাগজ আসলেও শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ তা গোপন করে।
এতে করে ক্ষোভ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারের রাস্তা অবরোধ করে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ ও সামান্য লাঠিচার্জ করে। এ সময় এসআই ইকবালসহ তিন পুলিশ ও তিন শিক্ষার্থী আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি