নওগাঁয় বালু উত্তোলনকালে ১৩টি ট্রাক্টর জব্দ


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭

নওগাঁ সদর উপজেলায় ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে একটি গ্রাম। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অবশেষে এলাকার শতাধিক নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিস ঘেরাও করলে টনক নড়ে প্রশাসনের। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ১৩টি ট্রাক্টর জব্দ ও মোতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

এলাকাবাসীরা জানান, গত ১০-১২ বছর থেকে ভ‚মি দস্যু ও মাদক ব্যবসায়ী রুস্তম এবং মামুন সদর উপজেলার র্কীত্তিপুর ইউনিয়নের সালেবাজ গ্রামে তাদের সামান্য কিছু পরিমাণ জমি থেকে বালু উত্তোলন শুরু করে। এতে পাশের জমিগুলো ভেঙে পড়ে। এ নিয়ে কয়েকবার স্থানীয়দের সঙ্গে কথাকাটি হয়। উপায় না দেখে পার্শবর্তী জমি মালিকরাও তাদের জমি বন্ধক রাখে।

এছাড়া আশপাশের অনেক জমির মালিকের কাছ থেকে জোরপূর্বক জমি দখল করে নেয় তারা। এরপর সেই ফসলি জমি থেকে বালু উত্তোলন শুরু হয়। বর্তমানে সেখানে ড্রেজার মেশিন দিয়ে প্রায় ৩৫/৪০ ফুট গভীর করে প্রায় ৫০/৬০ বিঘা পরিমাণ ফসলি জমি থেকে বালু উত্তোলন করা হয়েছে। গভীর করে বালু উত্তোলন করায় আশপাশের ফসলি জমিগুলো বিলীন গেছে। আরও ফসলি জমি বিলীনের পথে।

র্কীত্তিপুর ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, মাদক ব্যবসায়ী রুস্তম ও মামুন ক্ষমতাবান হওয়ায় তারা প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে দীর্ঘ দিন থেকে বালু উত্তোলন করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে।

বালু উত্তোলনকারী রুস্তম ও মামুন পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, এক কিলোমিটার এলাকার মধ্যে যদি সরকারী বা ব্যক্তি মালিকানাধীন কোনো স্থাপনা, কৃষি জমি, ব্রিজ, কালভার্ট ও রাস্তা থাকে সেখান থেকে মাটি বা বালু উত্তোলন করা যাবে না। আর যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে তার মাত্র কয়েক ফুট দূরে পাকা রাস্তা, ব্রিজ ও বসতবাড়ি আছে।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল গিয়ে ১৩টি ট্রাক্টর জব্দ করা হয় এবং মোতাহার হোসেন নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।