রাজীব গান্ধীর তথ্যে গ্রেফতার তিন জঙ্গির ৪ দিনের রিমান্ড
রিমান্ডে থাকা জঙ্গি রাজীব গান্ধীর তথ্যমতে জেএমবির তিন সদস্যেকে গ্রেফতারের পর প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এই রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে আদালতে হাজির করে দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে প্রত্যেককের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাইবান্ধার ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গোবিন্দগঞ্জের তুহিন হত্যা মামলায় রাজীব গান্ধীকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধীর দেয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া (তুলসীপাড়া) গ্রামের খায়রুল ইসলামের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক, একই উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক এবং কক্সবাজার জেলার আবদুর রহিম চৌধুরীর ছেলে নুর মোহাম্মদ চৌধুরী।
পুলিশ জানায়, গত বুধবার রাতে তারা গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আতিকুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ওই বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, জঙ্গি তুহিন হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এফএ/এমএস