অপহরণের দু’দিন পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল কাফি তোশা (৩) নামে এক শিশুকে অপহরণের দুদিন পর তার গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে ৮নং নন্দুয়া ইউনিয়নের মুনিষগাঁও সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদায় শিশুটির মরদেহ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহত তোশা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়া ইউনিয়নের মুনিষগাঁও গ্রামের মো. মাসুদ রানার ছেলে।

জানাযায়, গত ২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার শিশু তোশা অপহৃত হয়। অপহরণের ৬ ঘণ্টা পরই ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ চাওয়ার পর থেকেই আর কোনো ফোন করেনি অপহরণকারীরা। পরে আজ সকালে শিশু তোশার গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।

এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি মো, রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুদিন যাবৎ শিশুটি নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও শিশু তোশাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।  প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছি।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।