গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া সুলতানা (৬) ও রাহেন মিয়া (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর যুগীরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া সুলতানা ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও রাহেন মিয়া মিজানুর রহমানের ছেলে।
সদর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা পুকুরে গোসল করছিল। এ সময় সাদিয়া ও রাহেন সবার অগোচরে ওই পুকুরের পানিতে তলিয়ে যায়। তাদেরকে দেখতে না পেয়ে অন্যান্য ছেলে-মেয়েরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে পুকুরে খোঁজাখুঁজি করে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএএস/পিআর