কৃষককে পিটিয়ে নদীতে ফেলে দিল বিএসএফ


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে তুজাম উদ্দিন (৪০) নামের এক কৃষককে পিটিয়ে গুরুতর জখম করেছে বিএসএফ। শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়াদী সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাড়াদি গ্রামের মৃত আলকু বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তের ৮১নং মেইন পিলারের কাছে তুজাম উদ্দিন ঘাষ কাটতে যায়।

এসময় ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানায় বিজয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে পিটিয়ে মৃতভেবে সীমান্তের মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে একটা স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

এঘটনায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমীর মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।