সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ বিদ্যুতের সংযোগের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে জাহেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উজান বোচাগাড়ী গ্রামের চায়ের দোকানদার আব্দুল কুদ্দুস পাশের আব্দুল আজিজের সেচ পাম্প থেকে অবৈধভাবে বাঁশের লাইনে নিজের দোকানে বিদ্যুতের সংযোগ নেন। সেই বিদ্যুতের তার পাশের আনোয়ারের বাড়ির আঙ্গিনার ওপর দিয়ে নেয়া হয়েছে।
বিকেলে হঠাৎ বিদ্যুতের তারটি আনোয়ারের আঙ্গিনায় হেলে পড়ে। এ সময় হেলে পড়া বিদ্যুতের ছেড়া তারে জড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহেদা বেগম।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান জাহেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএম/আরআইপি