বাগেরহাটে ঝড়ে লণ্ডভণ্ড ২৪ ব্যবসা প্রতিষ্ঠান, আহত ৩


প্রকাশিত: ০৬:২২ এএম, ০২ মে ২০১৫

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি মসজিদ লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কবলে পড়ে এসময় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঝড়ের পর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান ও বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক মিঠু।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এএফএম এহতেশামুল হক জানান, স্থানীয় জন প্রতিনিধিদের সহায়তায় জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেখানকার ব্যবসায়ীদের কি পরিমান ক্ষতি হয়েছে তার প্রাক্কলন শনিবার  তৈরি করবেন। ক্ষতির পরিমান নির্ধারণের পর সেই অনুযায়ী গৃহ বা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য সরকারি টিন ও আর্থিক সহযোগিতা করা হবে।

বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী কাউন্সিলর (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সাজেদা বেগম শুনু জানায়, শুক্রবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির কিছু পরে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে আনোরডাঙ্গা বাজারের ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মসজিদ সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে ওই বাজারের ৮টি দোকান পাশের খালে গিয়ে পড়ে। ঝড়ে টিনের চাল ও কাঠের বেড়া উড়ে গেছে। ঝড়ে ব্যবসায়ীদের চাল, ডাল, আটা, ময়দা ভিজে কয়েক লাখ টাকার খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।