নাটোরে ট্রাক উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু
নাটোরের সিংড়ায় ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতৈল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০) এবং একই গ্রামের কালাম শেখের ছেলে টুকু (৪০)।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, বগুড়ার দিক থেকে একটি গুরু বোঝাই ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে জামতৈল নামক স্থানে ট্রাকের চালক (ট্রাক নং ঢাকা মেট্রো-ড-১৪-১২০৫ ) নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পার্শবর্তী খাদে পড়ে যায় । এতে মান্নান ও টুকু ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন আহত হন।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করেছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর