নওগাঁয় গভীর নলকূপের গর্তে পড়ে শিশু নিহত


প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৩ মে ২০১৭

নওগাঁর আত্রাইয়ে শ্যালো মেশিনের নলকূপের পরিত্যাক্ত গর্তে পড়ে রাকিব আলী (৮) নামের এক শিশু মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিলাবাদুরি জামগ্রাম গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আত্রাই ফায়ার সার্ভিস তিন ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। রাকিব আলী ওই গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুবক্কর সিদ্দিক তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মাঠে ধান কাটতে যায়। বাবা ধান কাটার কাজ করছিলেন এবং ছেলে রাকিব খেলা করছিল। ধান কাটার কিছু সময় বাবা দেখেন রাকিব নেই। এ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্যালো মেশিনের নলকূপের পরিত্যাক্ত গর্তের কথা মনে হয়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুঁড়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে শিশু রাকিবের মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিবের মরদেহ উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আব্বাস আলী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।