ইসলামপুরে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম প্রজাপতি চর থেকে এক ডাকাতকে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) দ্বীন-ই-আলম জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম প্রজাপতি চরের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে দুর্ধর্ষ ডাকাত এমদাদুল হককে (৩৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত এমদাদুল হক দীর্ঘদিন ধরে যমুনা নদী ও ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বগুড়ার সীমান্তবর্তী বিভিন্ন চরে ডাকাতি ও নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারের সময় তার কাছে একটি নাইন এমএম-১ পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় একাধিক মামলা রয়েছে।
শুভ্র মেহেদী/এফএ/পিআর