মাগুরায় ২৭ জুয়াড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৪ মে ২০১৭

মাগুরার মহম্মদপুর উপজেলার কালীসংকরপুর চরপাড়া নামক স্থান থেকে বুধবার রাতে ৮ নারীসহ ২৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

এসময় চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত ৩৮টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান জাগো নিউজকে জানান, পুলিশ বুধবার রাতে মহম্মদপুরের চরপাড়া নামক স্থানে একটি জুয়ার আড্ডায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অনৈতিক কর্মকাণ্ডসহ অশ্লীল নৃত্য পরিবেশন ও জুয়ার আড্ডা থেকে হাতেনাতে ৮ নারীসহ ২৭ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রসহ ৩৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটকদের মাগুরা জজকোর্টে হাজির করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।