ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৪ মে ২০১৭

উচ্চশিক্ষা, স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, ইন্টার্নি ভাতা প্রদানসহ ৪ দফা দাবি আদায়ে ঝিনাইদহে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাফাতুজ্জামান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার, জেলা শাখার সভাপতি আল মাহমুদ পিয়াস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজু, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন শারমিন, ম্যাটস শাখার সভাপতি সুজন সোহান বক্তব্য রাখেন।

বক্তারা তাদের ৪ দফা দাবি আদায়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত এই দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সেইসঙ্গে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা আগামী ৬ মার্চ ঢাকা অভিমুখে লংমার্চেরও ঘোষণা দেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।