মুক্তিপণে ছাড়া পেলেন ৫০ মাঝি-মাল্লা


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৩ মে ২০১৫

দুই দিন আটক থাকার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বঙ্গোপসাগর থেকে অপহৃত ৫০ জন মাঝি-মাল্লা। রোববার দুপুরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছেন তারা। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যা ও শনিবার দিনের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের টেকনাফ থেকে মহেশখালী পয়েন্ট থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

মুজিবুর রহমান বলেন, আবহাওয়া ভাল থাকায় জেলার অসংখ্য ফিশিং বোট সাগরে মাছ ধরতে গেছে। শুক্রবার ও শনিবার হঠাৎ করে জলদস্যুরা বেপরোয়া হয়ে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে বোটে আক্রমণ চালান। দফায় দফায় হামলা ও লুটপাটের পর ট্রলার মালিকসহ ৫০ মাঝি-মাল্লাকে অপহরণ করেন। পরে জলদস্যুরা বোটের মালিকদের ফোন করে মুক্তিপণ দাবি করলে বোট মালিকরা তাদের দাবি মেটানোর প্রক্রিয়া শুরু করেন। তাদের চাহিদামতো মুক্তিপণের টাকা নির্ধারিত স্থানে পৌছানোর পর দুপুরের দিকে অপহৃত জেলেদের  মুক্তি দিয়ে একটি ফিশিং ট্রলারে তুলে দেন তারা।

এদিকে বঙ্গোপসাগরে দস্যুতা ও লুটপাটের ব্যাপারে কক্সবাজার কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এমএ নেওয়াজ জাগো নিউজকে বলেন, দস্যুতার শিকার  ট্রলার মালিকরা বিষয়টি অবহিত করার পর পরই কোস্টগার্ড সাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। তবে মাঝি-মাল্লা অপহৃত হওয়া এবং মুক্তিপণে ছাড়া পাওয়ার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।