ভোলার মুগডাল জাপানে


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৪ মে ২০১৭

ভোলার চরফ্যাশন উপজেলার উৎপাদিত মুগডাল সরাসরি জাপানে রফতানি হচ্ছে। জাপানে মুগডাল অংকুরিত করার মাধ্যমে তৈরি সালাদ ব্যাপক জনপ্রিয়। এ কারণে মুগডাল ক্রয় করছে দেশটির প্রতিষ্ঠান গ্রামীন ইউগ্লেনা।

বৃহস্পতিবার চরফ্যাশনের শশীভূষনের কৃষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির জন্য ডাল কেনা কার্যক্রম শুরু হয়েছে।

এবার ভোলা জেলায় পাঁচটি উপজেলায় আট হাজার কৃষক মুগডাল উৎপাদন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকেরা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার একটি প্রকল্পের হয়ে এ কাজ করছেন।

বৃহস্পতিবার উৎপাদিত ডাল কেনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন গ্রামীন ইউগ্লেনার ম্যানেজার তমোইয়াসু এবানা।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সমন্বয়কারী মো. মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. আবুবকর প্রমুখ।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।