এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৪ মে ২০১৭

এবারের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন এ কলেজ থেকে ৫২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।