ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ : মামলায় আসামি দেড় শতাধিক
ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ থেকে দুইশ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ৩৫ জন শীর্ষ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ জনকে।
ঝিনাইদহ সদর থানার ওসি জানান, বুধবার সকালে পৌর মিলনায়তনে বিএনপির নতুন কমিটির প্রতিনিধি সভায় প্রবেশ নিয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ও কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামানের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় পৌর মিলনায়তন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস