পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৩ মে ২০১৫

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চাঁদপুর  মডেল থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেএন সেনগুপ্ত রোডস্থ বিএডিসি অফিসের বাউন্ডারি দেয়ালের পশ্চিম পাশ ও চাঁদপুর জেলা বিএনপি অফিসের পেছন থেকে ইস্পাতের তৈরী ১০টি কিরিজ উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন পিপিএম জাগো নিউজকে জানান, বিএডিসি অফিসের আনসার কমান্ডার সফিকুর রহমান ঝোঁপের ভিতরে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে থানাকে অবহিত করেন। পরে এসআই প্রদীপ কুমার মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ও আনসার কমান্ডার সফিকুর রহমান ও অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায় ঝোপের ভেতের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এ দেশীয় অস্ত্রগুলো ঝোঁপের ভেতরে লুকিয়ে রাখে। তিনি জানান, দেশীয় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।