রসালো লিচুতে ভরে গেছে বাজার


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৭ মে ২০১৭

পাকা ও রসালো লিচুতে ভরে গেছে মাগুরার হাটবাজার। ব্যাপকভাবে নতুন লিচু উঠতে শুরু করেছে বাজারে। ফলে জেলাবাসী মৌসুমী ফল লিচুর স্বাদ গ্রহণ করতে পারছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতিশত লিচু প্রকার ভেদে একশত পঞ্চাশ টাকা থেকে দুইশত টাকা দরে বিক্রি হচ্ছে। বোম্বাই ও চায়না-২ জাতের লিচু আগামী ১৫ দিনের মধ্যে বাজারে আসবে। মৌসুমে জেলায় ৫ কোটি টাকার লিচু উৎপন্ন হয়।

lichu

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শীবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে, গড়ে উঠছে বাগান। এ সমস্ত এলাকায় এক হাজারেও বেশি বাগান রয়েছে।

এছাড়া দেশি জাতের পাশাাশি বোম্বাই ও চায়না-২ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে। বর্তমানে দেশি জাতের লিচু পাকতে শুরু করছে। শহরের চৌরঙ্গী মোড়, জামরুল তলা, নতুন বাজার, ঢাকা রোড, পুরাতন বাজার, সৈয়দ আতর আলী সড়ক, ভায়নার মোড় এলাকায় লিচু বিক্রি হচ্ছে। বোম্বাই ও চায়না-২ জাতের লিচু আগামী ১৫ দিনের মধ্যে বাজারে আসবে। সেগুলো পাকার অপেক্ষায় রয়েছে চাষিরা।

lichu

এদিকে, লিচু বাগান পাহারায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লিচুবাগানে ৫ হাজার লোকের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। লিচু গাছ পাহারা, গাছ পরিচর্যা করা, লিচু পাড়া, থলি করা ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারা।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।